আজ কেন যেন এই আয়াতটি বারবার মনে পড়ে যাচ্ছে...
লিখেছেন লিখেছেন ঈমানের আলো ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৯:০৯ সকাল
"হে নবী! এ বাণী অস্বীকারকারীদের ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও। আমি ধীরে ধীরে এমন ভাবে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবো যে তারা বুঝতেই পারবেনা। আমি এদের রশি ঢিলা করে দিচ্ছি। আমার কৌশল অত্যন্ত মজবুত।" সুরা কলম :৪৫
আজ যারা শাহবাগ মোড়ে নৃত্য-গীতে মাতাল হয়ে বিজয়োল্লাস করছে তাদের দেখে কেন যেন কুরআনের এই আয়াতটি বারবার মনে পড়ে যাচ্ছে।তারা যে কুরআনের বাণীকে থোড়াই কেয়ার করে তা ব্যাখ্যা করার অবকাশ নেই, তাদের চলন-বলন-নড়ন-চড়ন-ই তার সাক্ষ্য দিচ্ছে।
আফসোস, এ উল্লাসে মাধ্যমেই যে তারা আল্লাহর চুড়ান্ত কৌশলে বাধা পড়েছে বুঝতেও পারেনি।
তাদের তৈরী সাজানো বিচারের এ ট্রাইবুনালকে তারা মহাসমাবেশ করে নিজেরাই বিতর্কিত ঘোষনা করলো সমগ্র দেশে ঢাকঢোল পিটিয়ে। এ ট্রাইবুনালের বিচারকরা যে সঠিক রায় দিতে অক্ষম তারা নিজেরা-ই এটা ঘোষনা দিলো মহানন্দে।
বিষয়: রাজনীতি
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন