চাঁদের বুকে আল্লামা সাঈদী! (আল্লাহু আকবার)

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০২ মার্চ, ২০১৩, ১০:৩৯:১৯ সকাল

আজ ০২রা মার্চ, শনিবার,২০১৩ । সালাতুল ফজর আদায় করার পর হটাৎ একজন বন্দু ফোনে বলল যে, আকাশে চাঁদটি দেখো। সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে দেখি সোনালী চাঁদ খানার বুকে যে ছায়া পড়েছে তা যেন আল্লামা সাঈদীর মুখয়ব। মনে হচ্ছে যেন আল্লামা সাঈদী চেয়ারে বসে কুরআনের তাফসীর করছেন। সাথে সাথে যতটুকু পেরেছি সকলকে ফোনে জানানোর চেষ্ঠা করেছি। এ আমি কি দেখলাম ? আমি যেন আল্লাহর কুদরাত দেখতে পেলাম। আল্লাহ আকবার। আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহকে ভয় করুন।

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File