পুলিশের গুলিতে লাশের মিছিল----- মানবাধিকার কোথায়?
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩০:১৭ দুপুর
বিগত কয়েকদিন পুলিশ বিরোধী জামায়াত শিবির নেতা কর্মীদের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। জামায়াত শিবির নেতা কর্মীদের হত্যা যেন পুলিশের নিয়মিত রুটিন ওয়ার্ক। এভাবে গণতান্ত্রিক দলকে গুলি করার নজির কোন অমুসলিম দেশ ইসরাঈল ও ইউরোপেও নেই। বাংলাদেশ সহ বিশ্বের মানবাধিকার সংগঠন গুলোর কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছেনা। বাংলাদেশ কি অগণতান্ত্রিক ও স্বৈরাচারী রাষ্টের ভাগ্য বরণ করছে। গণতান্ত্রিক চেতনা লালনকারী প্রত্যেক মানুষের হৃদয়ে নিশ্চয় রক্তক্ষরণ হচ্ছে। নিশ্চয় তারা লাশের মিছিল আর দেখতে চায়না। বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, কুমিল্লায় পুলিশের গুলিতে এ পর্যন্ত প্রায় ২০ জনের অধিক নিহত হয়েছে। এ হত্যা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্রের সূর্য চিরকালের জন্য অস্তে চলে যাবার সস্ভাবনা দেখা দিয়েছে। যদি গণতন্ত্রকে রক্ষা করা না যায় তাহলে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে নির্মম ভাবে এর দায় শোধ করতে হতে পারে।
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন