প্লিজ! তরুণ প্রজম্নকে প্রতারিত করবেন না।

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৮:০৭ রাত

বাংলাদেশের যে কোন ক্রান্তিকালে তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য। তরুণরাই বাংলাদেশের প্রাণ। তরুণদের রক্তই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। তবে বাংলাদেশকে গড়ে তোলাদের দায়িত্বও কিন্তু তরুণদের। এ দেশের রাজনীতিবিদরা তরুণদের প্রতারিত করেছে বার বার দুঃখজনক হলেও তা সত্য। ১৯৭১ এ স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের ক্ষমা করে তরুণ মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছেন। সামরিক জিয়ার সরকার রাজাকারদের পূর্ণবাসন করেছেন। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অধীনে চাকুরীরত সেনা অফিসার জেনারেল এরশাদের বিরুদ্ধে তরুণরা আন্দোলন করে রক্ত দিয়েছে আর ৮৬ সালএরশাদরে অধীনে নির্বাচনে গিয়ে তরুণদের সাথে সাথে প্রতারণা করল বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ নূর হোসেন, আসাদ, ডা: মিলন কে কেউ ভুলবেনা। কিন্তু পতিত এরশাদের সাথে রাজনৈতিক জোট করেছে বর্তমান সরকার। তরুণরা প্রতারিত হয়েছে। ১৯৯৬ সালে জামায়াত শিবিরের সাথে মিছিল মিটিং করে খালেদার পতন আন্দোলন করে তরুণ সমাজকে জামায়াত শিবিরের সাথে বন্দুত্ব গঠন করালেন কে? বারে বারে তরুণ সমাজ কেবল বিএনপি ও আওয়ামীলীগ দ্বারা প্রতারিত হচ্ছেন। আর বাম রাজনৈতিকদের তো কোন আদর্শই নেই। সকল সমাজতন্ত্রীরা আজ পূঁজিবাদীর দালাল হয়ে গিয়েছে।

হে তরুণ! মিনতি তোমায় আর বিভ্রান্তি নয়। আসুন আমরা তরুণেরা এদেশের ইতিহাস ঐতিহ্যকে জানি। এদেশের স্বাধীনতা ও স্বার্ভভৌমত্ব রক্ষা করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করি। শাহবাগ থেকে অতীতের সকল প্রতারণার বিরুদ্ধে বজ্রকন্ঠে শ্লোগান তুলি। এ শ্লোগান হউক সকল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অস্বচ্ছতার বিরুদ্ধে।

বিষয়: বিবিধ

৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File