নরু রাজাকার ও বাচ্চু রাজাকার কে বড়?
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৮:৩০ রাত
সুপ্রিয় তরুণ সমাজ, তোমরা যারা আজ শাহবাগে সমবেত হয়েছ, তোমাদের স্বাগতম। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তোমরা তাদের ফাঁসীর জন্য দাবী তুলেছ। আমরা মনে করি তোমরা অবশ্যই শুধু জামায়াতের রাজাকারদের বিচার চাওনা সকল রাজাকারদের ফাঁসী চাও। ঠিক আছে। এ বিষয়ে তোমাদের জ্ঞানার্জনের সূত্র কি তা আমরা জানিনা। তবে আমরা মনে করি শুধু মিডিয়ার উপর নির্ভর না হয়ে তোমরা প্রকৃত সত্য জানার জন্য আগ্রহী হবে । তোমরা ফরিদপুরের অখ্যাত বাচ্চু রাজাকার এর ফাঁসীর রায় শুণে খুব খুশি তাইনা? কিন্তু তোমরা কি এটা জান যে, এই ফরিদপুর জেলার রাজাকার সর্দার নুরু মিয়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই এবং তার পুরো পরিবারটিই ছিল রাজাকার পরিবার। তোমরা কি জান শাহরিয়ার কবির পাকিস্তানী সেনাবাহিনীর মুরগী সাপ্লাইয়ার্স ছিল। ৯ মাস কঠিন মুক্তিযুদ্ধের সময় শাহরিয়ার কবিররা কোথায় যুদ্ধ করেছিল জান? নিশ্চয় জাননা। তোমাদেরকে শিখানো হয়েছে যে, শুধু জামায়াতই রাজাকার। এতটুকু জানলে তোমাদের হবেনা। প্লিজ! তরুণ প্রজম্নরা তোমরা সত্যকে জানার চেষ্ঠা করে। কানমাছি ভোঁ ভোঁ করলে তোমরা কিছুই জানবেনা।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন