অভিসম্পাতের আর্তনাদ
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১০ জুন, ২০১৩, ০৯:৪৯:৪১ সকাল
ভোরের রাঙ্গা প্রভাতে
পাখির কোলাহলে মুখরিত পূবের আকাশ।
স্নিগ্ধতার এক অনাবিল প্রশান্তি........
মূহুর্তের এক অজানা বিকট আওয়াজে
ভীততুর আত্নারা নিঃশব্দ নির্বাক
পাখির কোলাহল লীন হয়ে গেল রক্তিম দিগন্তে।
ঐ যে শোনা যাচ্ছে---হৃদয় বিদারী চিৎকার
বুলেটের সূচারু অগ্রণী ভেদ করে দিয়েছে
আত্নার সব গুলো নাড়ীর গ্রন্থি।
রক্তে ভেসে গেছে সাগর বন্যা
মূছে গেছে কতগুলো হৃদয়ের স্পন্দন।
পড়ে আছে নিথর দেহ কোন এক বিপ্লবীর
যে বিপ্লবে কেঁপে উঠত জালিমের তখত্
বিপ্লবীরা ভুলে যেয়োনা অভিসম্পাতের আর্তনাদ।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন