দুর্নীতির কালো ছায়ায় অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে এক সাধু মিয়ার অফিস যাত্রা!

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০৭ জুন, ২০১৩, ১২:১৪:৪৯ রাত

মহামারি দূর্নীতি আজ এক ভয়াবহ অভিশাপ। অভিশাপের অনলে পুড়ে মরছে নিরীহ অসহায় জনসাধারণ। মুক্তির উপায় বুঝি আর নাইরে। মানুষ গুলো পোকা মাকড় বা কীট সাদৃশ হয়ে গেছে। পেট ছাড়া যেন আর কিছু বোঝেই না। হায়রে দেশ ও জাতির নেতারা! সাদা ধবধবে পাঞ্জাবী গায়ে ভোট চায় মানুষের কাছে। লজ্জা শরমের মাথা খেয়ে নিজেকে বক ধার্মিক সাজাতে ব্যস্ত। দূর্নীতি কেবল সমাজের রাঘব বোয়ালরা নয় ছোট কুলি কামার, মুটে মজুর ও সুইপার ঝাড়ুদার সকল স্তরেই বিস্তার করেছে। বেশীর ভাগ জনগণের চিন্তায় দূর্নীতি স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, যেমন অশ্লীলতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এখন অশ্লীলতা স্বাভাবিক হয়ে গিয়েছে। মানুষ মনে করে এটা কোন ব্যপারই না। ঠিক দুর্নীতি, ঘুষ, সূদ একেবারেই সাধারণ হয়ে গেছে।

সকাল ৮.৩০ মিনিট। অফিসে যাচ্ছি রিকসায় চড়ে। একটু দূর যেতেই জ্যাম। কেন? রাস্তায় ট্রাক পার্কিং করছে, কম্পিউটার স্কেলে ওয়েট মাপা হচ্ছে। ব্যবসা চলছে রাস্তায়। এগুলো কি সিটি করপোরেশন দেখে না? দেখছে না। কারণ সিটি করপোরেশনের কর্তারাতো দুর্নীতিতে অন্ধ হয়ে গেছে।

সামনে অগ্রসর হতে দেখি আবার জ্যাম। কেন? কি হয়েছে?

মোটর চালিত রিক্সার অনুমোদন নাই। তাই ট্রাফিক পুলিশ এগুলো আটকিয়ে টাকা নিচ্ছে।

রিক্সায় আর বসা যাচ্ছেনা। কারণ ততক্ষণে সুইপার রাস্তা ঝাড়ু দিচ্ছে। মূহুর্তেই লন্ড্রি করা শার্ট ময়লাক্ত হয়ে গেল। তবুও যেতে হচ্ছে অফিসে।

ঘড়িতে তখন ৯.০০ টা বেজে বেজে অবস্থা। আর একটু দূর অগ্রসর হয়ে দেখি রিক্সা আর চলেনা। কেন?

ওখানে একটি এক্সিডেন্ট। কিভাবে হলো?

রাস্তার উপরে ইট বালি আর কনক্রিটের ব্যবসা চলছে। কোন এক অফিসগামী মোটর সাইকেল আরোহী কনক্রিটে স্লিপে পড়ে গিয়ে আহত।

অনেক কস্টে ৯.৫৫ মিনিটে গিয়ে পৌছি অফিসে। ক্লান্ত হয়ে গেছি অফিসের শুরুতেই।

প্রিয় দর্শক অফিসের ভিতরে কি দূর্নীতি চলে তাতো আর বলার প্রয়োজন নেই।

বাজারে ভেজাল, রাস্তায় জ্যাম, ট্রেনের টিকেট কালো বাজারে,

অফিস আছে ঘুষ নাই এমন অফিস পাওয়া সত্যিই কঠিন।

কেন হচ্ছে এসব? কারণ চুরি, ঘুষ,দূর্নীতি, চাঁদাবাজী দেশব্যাপী সয়লাভ হয়েছে এটা এখন ওপেন সিক্রেট।

এক ট্রাকের ড্রাইভার রাস্তার মাঝখানে এলোপাথারি করে ট্রাক দাঁড় করিয়ে রেখেছে। বললাম এরকম রাস্তা দখল করে আছো কেন? বলল, চিল্লা চিল্লি করেন কেন? রাস্তা কি আপনের মামুর? ট্যাহা দিয়া রোড পারমিট নিছি? যতক্ষণ দরকার লাগে ততক্ষণ গাড়ি ঘুরামু। আপনে কয়বার কেডা?

প্রিয় পাঠক, থেমে যান! আর নয় দূনীতি আমাদের উন্নয়নকে মাঝপথে থামিয়ে দিল।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File