খুনীদের বিচার হবে তো?
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০৩ জুন, ২০১৩, ০৯:৪৫:৪০ সকাল
জামায়াত শিবির আর হেফাজতের তান্ডবের কথা শুনতে শুনতে কান জ্বালা পোড়া শুরু হয়েছে। জামায়াত শিবির গাছ কাটে, হেফাজত কোরান পোড়ায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বজিৎ হত্যাকারীরা তরুণ প্রজন্ম ? তাদের যেন কোন দলীয় পরিচয় নেই। আহ ! কি দারুণ দলীয় প্রীতি।
মানুষকে বিকৃত তথ্য উপস্থাপন ও সত্যকে চাপানো এবং অসত্য,মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনাই আজকের মিডিয়ার তথাকথিত স্বাধীন মতের প্রতিফলন!
দলীয় স্বার্থের উর্ধে উঠে আমাদের মিডিয়া বলতে পারবেন কি ছাত্রলীগ একটি জংগী সংগঠন এবং এ খুনীদের বিচার দ্রুত করা হউক।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন