‘দমন-পীড়নে বাংলাদেশের মিডিয়া’

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ৩০ মে, ২০১৩, ১০:২৪:৩৬ সকাল

দমন-পীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের মিডিয়া। সরকার দু’টি টেলিভিশন স্টেশন বন্ধ করে দিয়েছে। দৃশ্যত গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের জন্যই সাংবাদিকদের আটক করা হয়েছে। ২৮শে মে অনলাইন আল জাজিরা একথা বলেছে। ‘বাংলাদেশ মিডিয়া সাফারস ক্র্যাকডাউন’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়। এর সঙ্গে যুক্ত করে দেয়া হয় ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও। তাতে বাংলাদেশের সামপ্রতিক সহিংসতা ও গণমাধ্যমের অবস্থা তুলে ধরা হয়। এতে

বলা হয়েছে, দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সরকারের হুমকির মুখে রয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা এমনটি বলছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে দু’টি টেলিভিশন চ্যানেল। দৃশ্যত মিডিয়ার ওপর কড়াকড়ি আরোপের জন্য গত দু’-এক মাস ধরে প্রথম সারির একটি সংবাদপত্রের সম্পাদককে সরকার আটক করে রেখেছে।

এ বিষয়ে মানবাধিকার বিষয়ক সংস্থা অধিকার-এর ফরহাদ মজহার বলেন, এর অর্থ হলো সরকার কোন বিরোধিতা সহ্য করতে পারছে না। আমার দেশ, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেয়া হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে এভাবে মিডিয়াকে দমন করা যেতে পারে না

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File