ধর্ষণে কাতর ইন্ডিয়া!

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২০ মে, ২০১৩, ১১:৩৯:৪৩ সকাল

বাস,ট্রেন,গোরস্থান থেকে জেলখান পর্যন্ত সর্বত্র ধর্ষণে কাতর ভারত। দুনিয়া জুড়ে সাংস্কৃতিক বেহায়াপনার বাজারজাত করতে করতে এবার তার টাল সামলাতে হচ্ছে খোদ ভারতকেই। আর কত ধর্ষণ হলে বলা হবে ভারত ধর্ষণের দেশ। কাতর ইন্ডিয়া এখন নিজেই যেন ধর্ষণের শিকার। সাংস্কৃতিক বেহায়াপনা যেন অক্টোপাশের মত ঘিরে ধরেছে ভারতকে।



যে জাতি নগ্নতাকে বাজারজাত করে সেই নগ্নতা তাদের সমাজকে কতটুকু বিপদগামী করে ভারতই তার শ্রেষ্ঠ উদাহরণ। ভারতের বিহারের শেখপুরা জেলা কারাগারে পুলিশ ধর্ষণ করেছে এক নারী কয়েদিকে। বর্তমানে ওই নারী স্বামী হত্যা মামলায় জেলখানায় আটক রয়েছে। কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভদেশ কুমার দুবের সামনে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। আদালত তার অভিযোগ তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর দেবেন্দ্র রাম নামের ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়। ধর্ষিতার বর্ণনা অনুযায়ী, গত মাসে হাত-মুখ ধোয়ার সময় দেবেন্দ্র রাম তাকে পেছন থেকে জাপটে ধরে এবং ধর্ষণ করে। ধর্ষিতা এ ঘটনা আদালতকে জানাবেন এমন হুমকি দেন। ফলে ওই ধর্ষক পুলিশ তাকে পায়ে শিকল বেঁধে দু’দিন ফেলে রাখে।



বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File