মাথার ওড়না এখন বাতাসে উড়ে
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৯ মে, ২০১৩, ০৩:৩৮:৫৩ দুপুর
ইদানিং কালে মেয়েদের ওড়না আর মাথা ঢাকার জন্য ব্যবহৃত হয়না। ওড়না উড়ানোর ভ্ন্নি ভ্ন্নি স্টাইল আবিস্কার হয়েছে। ওড়না ওড়ে আকাশে বাতাসে এবং ওড়না যেখানে থাকার কথা থাকে অন্য জায়গায় অন্যরূপে। ওড়নার নানা বাহারী রূপ ছড়িয়ে দিয়েছে নতুন মাত্রা। লেলিয়ে দিয়েছে আমাদের নারী সমাজকে।
আমাদের সমাজে নগ্নতাকে ছড়িয়ে দেয়ার এসব কার্যক্রমকে প্রতিরোধ করুন। আমাদের নিকটাত্বীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলকে এ অপসংস্কৃতি থেকে বাচানো নৈতিক দায়িত্ব। ফ্যাশনের নামে এ নগ্নতাকে আর কত মেনে নেবে আমাদের বোবা সমাজ?
বিষয়: বিবিধ
১৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন