আধুনিক পতিতাবৃত্তি ও মডেলিং

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৯ মে, ২০১৩, ১১:১০:২৪ সকাল

পতিতাবৃত্তির আধুনিকায়ন হয়ে গেছে। একসময়ে সমাজে ঘৃণিত এই কর্মটি এখন আধুনিকতার ছোঁয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। মডেল কন্যা,বিজ্ঞাপন কন্যা, লাক্স তারকা, ইত্যাদি বিভিন্ন নামে আধুনিক পতিতাবৃত্তি হয়ে উঠেছে জমজমাট।

একদিকে ইভটেজিং ঠেকাতে আমাদের সুশীলরা কতইনা চিন্তা গবেষণা চালিয়ে যাচ্ছেন, গবেষণার জন্য মাহিনাও পাচ্ছেন। অন্যদিকে নিজেরাই ডুবে আছেন পতিতাবৃত্তির আধুনিক রূপের ঢেউ খেলানো সাগরে!

মডেলিং পেশাকে জনপ্রিয় করতে নারীদেরকে এমন নগ্নই করা হচ্ছে যে, পতিতাবৃত্তিতে অভ্যস্ত না হয়ে সে আর যাবে কোথায়? লজ্জাহীন এই নারী গুলোকে দিয়েই সমাজের সংসার বিমুখ অথবা কলহের যাতনায় এলিটরা তাদের বিকৃত যৌন চাহিদা মেটায়।

যৌন নিপিড়ন বন্ধ করার পূর্বে অবশ্যই মডেলিং এর নামে পতিতাবৃত্তির পথ রুদ্ধ করে দিতে হবে।

বিষয়: বিবিধ

২১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File