রেশমা এক আরব্য রজনীর রাজকুমারী!

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১১ মে, ২০১৩, ০১:১৪:৫২ রাত

১৭ দিন পর অন্ধকারে থাকার পরও কি প্রাণ চাঞ্চল্যই না ফিরে পেল রেশমা। সত্যিই বেচেঁ থাকার আনন্দ। কিন্তু ১৭ দিন পরে জীবিত ব্যক্তির পোষাক, কথা বলার স্টাইল, চেহারা দেখে বোঝার কোন জো নেই যে, রেশমা ১৭ দিন প্রতিটি মূহর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। মাহমুদুর রহমান ৩ দিন অনশন করায় তার চেহারা কেমন ঢুকে গিয়েছিল কিন্তু ১৭ দিন পরও রেশমার সত্যিই আশ্চর্য্য। সত্য কি মিথ্যা জানিনা তবে সব কিছু দেখে মনে হচ্ছে রেশমা এক আরব্য রজনীর রাজকুমারী। যে নির্ভিগ্নে বেচেঁ থাকার লড়াই সফল বীরাঙ্গনা।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File