২৪ এপ্রিল জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করা হউক
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০১ মে, ২০১৩, ১২:০৩:২২ রাত
১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে অনেক শ্রমিক হতাহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বে পালিত হচ্ছে মে দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে আজ সরকারি-বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। এ দিবসটি যখন পালন করছি তখন আমাদের গার্মেন্টস শ্রমিকদের লাশের মিছিল থামছেনা। লাশ আর লাশ। মে দিবসের শ্রমিকদের মিছিলে পুলিশের গুলিতে প্রায় ১১ জনের মতো মারা যান। মাত্র ১১ শ্রমিকের মৃত্যুর প্রেক্ষিতে তাদের আন্দোলনকে মে দিবস ঘোষণা করা করে সারা বিশ্বে তা পালিত হচ্ছে। কিন্তু বাংলাদেশে ভূমি ধ্বসে হাজার মানুষ মারা যাওয়ায় ২৪ এপ্রিলকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করার দাবী জানাচ্ছি। প্রিয় ব্লগার ও পাঠক ভাইয়েরা আপনারা নিশ্চয় এই দাবীটিকে আরো গতিশীল করতে পারেন। সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন