মন্ত্রীরা এত টালমাটাল কেন?
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৯ এপ্রিল, ২০১৩, ১০:৫৮:১৬ সকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা:
রানা যুবলীগের কেউ নয়!
টিআইবি আমাকে মাইনাস করতে চায়!
বিশ্বজিৎ হত্যায় ছাত্রলীগ জড়িত নয়!
আবুল মাল আবদুল মুহিত:
৪০০০ কোটি টাকা তেমন কিছুই না!
হলমার্ককে আরও বিনিয়োগ দেয়া প্রয়োজন!
শেয়ার বাজারে ফটকাবাজরা যায়!
শেয়ার বাজার নিয়ে যারা কথা বলে তারা রাবিশ!
পদ্না সেতু দেশীয় অর্থায়নের সম্ভব!
মখা আলমগীর:
কিছু দুষ্কৃতিকারীরা ভবনের পিলার ধরে নাড়াছাড়া করায় তা ধ্বসে পড়ে!
বিশ্বজিৎ হত্যাকারীরা ছাত্রলীগের কেউ নয়। তারা শিবিরের লোক!
বিরোধীদলকে ক্ষ্রিপ্ততার সাথে প্রতিহত করা হবে!
মোহাম্মদ নাসিম:
আওয়ামীলীগেরও ভুল হতে পারে। ফেরেস্তাদেরও ভুল হয়!
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন