অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ বিল্ডিং এর মালিকদের গণধোলাই ও বিল্ডিং এ তালা লাগিয়ে দিন।

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৫ এপ্রিল, ২০১৩, ১২:৫২:৪৬ রাত

সাভার ট্রাজেডী। বাংলাদেশে একের পর এক মানবতার মর্মন্তুদ দূর্ঘটনা আমাদের পাষানভেদীকে কি নাড়া দেয়না? এ দেশে কোন আইন নেই। চট্টগ্রামের বহদ্দার হাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ে নিহত হবার ঘটনায় কারো বিচার হয়েছে বলে আপনি কি কোথায়ও শুনেছেন? তাজরীন ফ্যাশনের আগুন লাগার ঘটনার কোন বিচার হয়েছি কি? বিচার হবেনা। ফ্যাক্টরীর মালিক আওয়ামীলীগ হলে তাতে যাই ঘটক না কেন তাতে বিচারের কি আছে? সুতরাং যে যেখানে আছেন, আপনাদের কর্মস্থলের বিল্ডিং টি দায়িত্বশীল ও অভিজ্ঞ প্রকৗশলী দ্বারা যাবতীয় পরিক্ষা নিরিক্ষা শেষ করে জেনে নিবেন কি অবস্থা। যদি বিল্ডিংটি মেয়াদোত্তীণ হয় তাহলে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে মালিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হলেও গড়িমসি করলে সাথে সাথেই উত্তম মাধ্যম দিয়ে পারলে পুলিশকে দিন।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File