মঈনুল আজো ফেরেনি.......
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২১ এপ্রিল, ২০১৩, ০১:৩১:৩২ রাত
প্রতিদিনের কাজের শেষে ক্লান্ত মঈনুল যথারীতি বাড়ী ফিরত। সাদা-মাটা জীবন যাপনে অভ্যস্ত ছিল। কোন পলিটিক্স এর সাথে জড়িত ছিলনা সে। দাঁড়ি টুপি দেখে আজকের দিনে যে ভয় করে মানুষ মঈনুলের ছিলনা কোন তেমন ভয়। নির্ধিদায় চলত প্রতিদিনের নিত্য পথ ধরে।
আজও সে ফিরছিল প্রতিদিনের মতই। কিন্তু বাড়ীর নিকটে পেছৈতেই কাল হল তার। সাদা মাইক্রো বাস। অতপর তুলে নিল মঈলুলকে। আজও ফেরার আশায় মাঈনুলের পরিবার। কে দেবে মাঈনুলের সন্ধান? কে দেবে তাদের শান্তনা? কত মাঈনুল আজ এমন অবস্থার মুখোমুখি?
(প্রিয় দর্শক, মাঈনুল চরিত্রটি কল্পনা)
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন