চার লাইন কবিতা ৯ মাস জেল (বিপ্লবী স্পন্দন)

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১০ এপ্রিল, ২০১৩, ১১:৪১:০৮ রাত

মসজিদগুলো হলো আমাদের ব্যারাক

গম্বুজ হলো আমাদের হেলমেট,

মিনারগুলো হলো আমাদের বেয়নেট

আর বিশ্বাস হলো আমাদের সৈনিক

(তুরস্কের বর্তমান জনপ্রিয় প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান এই চার লাইন কবিতার জন্য ৯ মাস জেল খেটেছিলেন..সেক্যুলার সরকারের সময় এরদোগান ১৯৯৭ সালের ডিসেম্বরে মেয়র থাকা অবস্থায় জনসমাবেশে বক্তৃতাকালে খ্যাতিমান তুর্কি কবি জিয়া গোকালপের উপরিউক্ত চার লাইন কবিতা আবৃত্তির জন্য একবিংশ শতকের অন্যতম এই ক্যারিশম্যাটিক রাষ্ট্রনায়কের ৯ মাসের জেল হয়েছিল।)

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File