ইসলামই নারী মুক্তির একমাত্র গ্যারান্টি
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০৯ এপ্রিল, ২০১৩, ১১:৪৮:০৮ রাত
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী ঘোষণার পর বাংলাদেশের নারীবাদী সংগঠন গুলো থেকে ইসলামকে আক্রমণ করে বক্তব্যও দিয়েছেন অনেকেই। অনেক নারী নেত্রী নিজেদেরকে ইসলামের একনিষ্ট অনুসারী পাশাপাশি ইসলাম সম্পর্কে বেশ জ্ঞান দেবার চেষ্ঠা করেছেন মিডিয়াতে। তাদরে ড্রেসআপ দেখলে সহজেই বোঝা যায় যে, তারা কোন ইসলাম চায়?
সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ বলেই ফেলেছেন যে, ইসলাম হচ্ছে মধ্যযুগের ধর্ম। (নাউযুবিল্লাহ)
উলংগপনা, বেহায়াপনার বিস্তারের মাধ্যমে তারা সমাজে নারীদেহ পণ্য বানিয়েছে।
অন্যদিকে ইসলাম নারীদের জন্য কোন বাধাঁ নয়। নারীরা পুরুষের সহায়ক শক্তি। ইসলাম নারীদের সকল অধিকার দিয়েছে। উপরের ছবিতে দেখুন ইরানের মুসলিম মহিলা পুলিশে কর্তব্যরত।
নারীদের প্রতি ইসলামের সমুদয় অধিকার সমুহ জানা থাকলে নিশ্চয় কোন নারী ইসলামের বিপক্ষে যাওয়ার কথা নয়। শয়তানতো কেবল তাদের বিভ্রান্ত করতে চায় যারা সত্য ও মিথ্যার পার্থব্য বুঝতে চান না।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন