শাপলা চত্বর বনাম শাহবাগ কোনটাকে গণজাগরণ বলবে মিডিয়া?
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০৬ এপ্রিল, ২০১৩, ০৫:৪৪:২৮ বিকাল
তিলকে তাল বানানো মিডিয়ার কাজ বলে জানতাম। কিন্তু তালকেও তারা মাঝে মাঝে তিল বানানোর কাজটিও করতে দ্ধিধা করেননা। শাহবাগে গুটি কতক ব্লগার ও নর্তকীদের দিয়ে গান বাজনা বাজিয়ে কয়েকশ মানুষ সমবেত হলেই আপনারা বলেন লক্ষ লক্ষ, হাজার হাজার। তাই এবার একটু মতিঝিলের শাপলা চত্ত্বরের দিকে ক্যমরা ঘোরান তো? দেখনু কত মানুষ হতে পারে? আপনারা না দেখলেও আমরা আপনাদের দেখাচ্ছি..
বিষয়: বিবিধ
২০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন