আহা ! আজ এই কদরের রাতে!
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৬ জুলাই, ২০১৪, ১১:০৪:৩৭ রাত
অনেক তো লিখা হোল রিমঝিম বৃষ্টিদের নিয়ে ছন্দ,
অজানা হাওয়ার মিতালীতে মিশে কতো আলেয়ার দ্বন্দ্ব ,
আহা! বাতাসে ভেসে আসে কিসের জাফরানি মধু গন্ধ ,
কোন কালামের ডাকে ছুটি, করি গল্পের বই বন্ধ ।
লউহে মাহফুজ কড়া নেড়ে যায় মনের দুয়ারে বারবার ,
অধম আমি লুটাই ধূলায় হয়ে বেদনায় একাকার ।
ওই যে দেখা যায় আরশের ছায়া , কালামের গায়ে মাখা ,
এ যেন পাথেয়, লাল ফেরদাউসের উৎপল বুকে আঁকা ।
ওই যে, ওখানে হেলাল হেসেছে, শেষ দশমীর আগে ,
এই মধুমাস শেষ হোল বুঝি ! বুকে কেন ব্যাথা জাগে!
তোমার সামনেই লুটাক আমার ধ্বংসের যতো পাঠ ,
পুড়ুক যতো সুখ দুঃখ গাঁথা বেদনার কড়িকাঠ ।
ওগো ভাগ্য রজনীর মালিক , বিচার দিনের স্বামী ,
তোমার প্রেমের লালিমার চেয়ে আর কিছুই নেই যে দামী!
আমি মুসাফির , অবুঝ , খোদা নিদারুন অসহায় ,
পথ রাহে সব খুইয়েছি কড়ি , মজলুম নিরুপায়,।
আহা ! আজ এই কদরের রাতে!
তোমারে টানিতে বুকের গহীনে , কতো বড় সাধ জাগে!
অনেক ঘুরেছি, পথে পথে আর লোকালয় প্রান্তরে ,
তুমি ছাড়া বুঝি কেউ দিলনা ঠাই ওই মৃত্তিকার অন্তরে!
তাইতো তোমায় খুঁজে যাই ওই বেজোড় চিলেকোঠায়
লউহে কালামের সোনাঝরা তোমার কবিতা লিখার খাতায়।
ঠাই দিয়ো প্রভু , জীবন বেলার শেষ বিকালের ছায়ায়,
কাছে টেনে নিয়ো হেরার আলোয় তুমি অকৃপণ মায়ায়।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন