আমি তোমার প্রেয়সী ছিলাম
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ১৭ জুন, ২০১৪, ০৯:৩৮:৫৬ সকাল
আমি তো তোমার প্রেয়সী ছিলাম ,
অন্তরে বুনেছিলাম শুধুই তোমার প্রেমের চারা,
তা বলেই কি শাস্তি দিলে এমনি আনকোরা ?
আমিতো তোমার সেই প্রেয়সী ,
যার চোখের জলে নিভে যেতো তোমার আনন্দের সব দীপ।
কি করে নিভাও সেই তুমিই আমার জীবন প্রদীপ?
আমিতো তোমার প্রেয়সী ছিলাম,
সেই প্রেয়সী যার সুন্দর গালে ছড়াতে তুমি রক্তিম লাল,
তোমার জন্য কাটিয়েছি কতো দুঃসহ অপেক্ষার মহাকাল।
তোমার জন্য ছেড়েছি ঘর , ছেড়েছি বসত বাড়ি,
সেই তুমিই কেমন করে দিলে আমায় আড়ি!
সেই তুমিই কেমন করে ছুঁড়ো আমায় এসিড?
সেই আমার ভিডিও ছেঁড়ে কি করে ঘুমাও সুখের নিদ?
আমি তো তোমার জননী ছিলাম,
মমতায় তিল তিল করে গড়েছি দশ মাস দশ দিন ।
রক্ত ফোঁটার শেষ বিন্দু দিয়েও শোধ করতে কি পারবে আমার ঋণ?
আমি তোমার সেই জননী
যার শ্বাসে তোমার প্রতিটা শ্বাসের সীমা ছিল আঁটা ,
সেই তুমিই উপহার দিলে আমার শ্বাসনালী কাঁটা?
আমি তোমার সেই জননী,
রাত জেগে বাঁচিয়েছি তোমায় মমতার উত্তাপে,
জীবনের শেষ রাত এনে দিলে দা বটি আর চাপাতির কোপে!
যে তোমায় দেখাল এই পৃথিবীর আলো,
তারেই বুঝি পারলেনা বাসতে এতটুকু ভালো!
ভালোবাসার ফুল ফোঁটার দিন বুঝি হোল শেষ পৃথিবীতে
অবিশ্বাসের তুহিন গন্ধে ফণিনী চলে ছোবল দেওয়ার ভার নিতে
তবুও কি থেমে যাবে সব ভালোবাসার গান?
জননী বাসবে না ভালো দেহে পালিত নিস্পাপ প্রাণ?
কোন প্রেয়সী কি ভালবাসবেনা বিশ্বাসী কোন মানব
পৃথিবীর সব বিশ্বাসের বাগান কি এভাবেই তছনছ করবে অবিশ্বাসের দানব
তবু জেনো -
আমি তোমার প্রেয়সী ছিলাম,
যার গালে ছড়াতে তুমি রক্তিম লাল।
বিষয়: সাহিত্য
১৩৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি করে নিভাও সেই তুমিই আমার জীবন প্রদীপ?
খুবই মর্মষ্পর্শী কবিতা , চোখে পানি এসে গেল।
মন্তব্য করতে লগইন করুন