মুক্তিযুদ্ধের চেতনায় শাহবাগে ভাষার মাসে বাঙলা বর্ণমালার উপর প্রকাশ্যে অবমাননা।
লিখেছেন লিখেছেন শিপন চৈাধুরী ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২২:০২ রাত
মুক্তিযুদ্ধের চেতনায় শাহবাগের ভাষার মাসে বাঙলা বর্ণমালার উপর প্রকাশ্যে অবমাননা।
অমর একুশের সময়ে এমন দৃশ্য চোখে দেখে যা লজ্জায়, ক্ষোভে আমার অন্তরাত্মা কেপে উঠেছে। অমর একুশ উপলক্ষে শাহবাগের বিভিন্ন স্থানে বাঙলা বর্ণমালার বিভিন্ন ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। রয়েছে বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন।কিন্তু যারা শাহবাগে জামাত বিরোধী মিটিং এ অংশগ্রহণ করছে তারা ভাষার মাসে ঐ সমস্ত ব্যানার, দেয়াল লিখনে যেসব বর্ণমালা দেয়া আছে তার উপর প্রকাশ্যে পানি বিয়োগ (প্রচ্ছব) করছে। এটা কেমন ধরণের ধৃষ্টতা! গতকাল মুসুল্লিরা দেশেরে জাতিয় পতাকা পদদলিত করে যে ধরণের অন্যায় করেছে। শাহবাগীদের ভাষার মাসে এধরণের বর্ণমালার অপমান কি ধৃষ্টতাপূর্ণ নয়। যা ঘটছে প্রশাসনের নাগের ডগাই। শাহবাগে বর্তমানে ছবি উঠানো নিষেধ থাকায় ছবি দিতে পারলাম না।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন