ওরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় !
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৮:৫২ রাত
ওরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় !
'৭১ এ ধর্ম-ব্যবসায়ী ,কুলাঙ্গার জামাত যে ভাবে পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে মুক্তিকামী জনতাকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছিল , ঠিক একই ভাবে এবার শাহবাগের নতুন প্রজন্মের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে ! জামাতিদের অবস্থা হয়েছে অনেকটা "কয়লা ধুলেও ময়লা যায়না " -র মত অবস্থা ! "চোরা না শুনে ধর্মের কাহিনী"-র মত আমাদের প্রিয় নবী সম্পর্কে কটুক্তি নিজেরাই লিখে তা ব্লগার রাজিবের নামে ছাপিয়ে আজ তারা তিলকে তাল করছে ! পবিত্র জুম্মার দিনে ধর্মপ্রাণ মুছলমানদের জনস্রোত কে বিভ্রান্ত করতে গিয়ে আজ নিজেরাই গেরাকলে আটকা পরেছে ! বাংলাদেশের জন্মলগ্ন থেকে যেখানে বিধর্মীরা কোনো মসজিদের পবিত্রতা অবমাননা করার দুঃসাহস আজ পর্যন্ত দেখায়নি , সেখানে ইসলাম ধর্মের সেবাদাস হিসাবে দাবিদার জামাত-শিবির-বিএনপি আজ আমাদের জাতীয় মসজিদে আগুন দিয়ে ভাংচুর করে তাই করেছে ! এটাত অনেকটা "বাবরি মসজিদ" ভাঙ্গার মত কাজ ! শুধু মসজিদের পবিত্রতা নষ্ট করেই তারা ক্ষান্ত হয়নি , আমাদের অহংকার আমাদের পরিচয় , লাল-সবুজের পতাকাকে পর্যন্ত তারা খামচে ধরেছে , ভুলুন্ঠিত করেছে !
আসলে জামাত-বিএনপি একই মার দুই সন্তান হিসাবে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় ৷ ওরা যখন ক্ষমতায় ছিল , তখনকার সেই শ্লোগান " আমরা সবাই তালেবান , বাংলা হবে আফগান" এর কথা মুক্তিকামী জনতা আজ ও ভুলে যায়নি ! ওদের শাসন আমলে বাংলাদেশ ছিল জঙ্গিবাদীদের স্বর্গ ! বাংলা ভাইয়ের উত্থান আর একই সাথে ৪৫০ জেলায় বোমাবাজি তারই সাক্ষ্য বহন করে আসছে ! বিএনপি নেতা খালেদা জিয়া নতুন প্রজন্মের আন্দোলনকে ধংশ করার জন্য আজ উঠে পরে লেগেছেন , তার সুযোগ্য তল্পিবাহক মাহমুদুর রহমানকে ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করার লাইসেন্স দিয়ে বিদেশ পারি দিয়েছেন ৷ ভেবেছেন একাত্তরের চিন্নিত ধর্ম-ব্যবসায়ীদের ধর্ম নিয়ে আন্দোলনের উপর ভর করে প্রয়াত স্বামীর মত আবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন ! অল্প শিক্ষিত খালেদা জিয়া আজ দিবা-স্বপ্ন দেখছেন , তার উপলব্ধি করা উচিত নতুন প্রজন্ম একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতিচ্ছবি ! এরা মচকাবে কিন্তু ভাংবেনা , এরা '৭১ এর অসমাপ্ত মুক্তিযুদ্ধকে সমাপ্ত করেই ঘরে ফিরবে !
জয় বাংলা ৷
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন