।।একুশ।।
লিখেছেন লিখেছেন আফসার নিজাম ০৭ মার্চ, ২০১৩, ১০:১৮:৫৫ সকাল
একুশ একুশ কোথায় একুশ
খুঁজি প্রতি ওয়াক্তে
একুশ এখন খেলনা পুতুল
ফেসিবাদের তক্তে
কোথায় আমার ভাই বেরাদার
কোথায় ভাষা সৈনিক
ফেসিবাদের অত্যাচারে
মরছে মানুষ দৈনিক
একুশ একুশ বাঙলা একুশ
একুশ এখন রক্তে
রক্ত দিয়ে জ্বালবো আগুন
ফেসিবাদের তক্তে।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন