পতাকা
লিখেছেন লিখেছেন আফসার নিজাম ২৬ মার্চ, ২০১৩, ১০:৫৩:৪৯ রাত
আফসার নিজাম
যখন নীল দিগন্ত ছুয়ে নেমে এলো কালো শকুনের দল
আর বিষাক্ত চঞ্চু দিয়ে ছিন্নভিন্ন করে
ছাপান্ন হাজার বর্গমাইল মানচিত্র
এবং সাড়ে সাত কোটি বনি আদম
তখন আমরা হাতে তুলে নিলাম রাইফেল, বুলেট, গ্রেনেট
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলাম
মায়ের হাত চুম্বন করে বেড়িয়ে পড়লাম
অজানা পথের দিকে একটি পতাকার সন্ধানে
কাদা মাটি পথ পেড়িয়ে ছুটে চলল আমাদের পা
পথের পাশে পড়ে থাকতে দেখলাম লাশের সারি
ছোপ ছোপ রাক্তের দাগ
ধর্ষিত কিশোরীর উলগ্ন চিত্র
কি বিভৎস দৃশ্য যেনো নাৎসি বাহিনীর নরহত্যা
বাংলার মাটিকে করছে ছিন্নভিন্ন।
আমাদের শপথ তখন আরো মজবুত হয়
মুষ্ঠিবদ্ধ হয় আমাদের হাত
হঠাৎ গুলির শব্দ
মানুষের ছুটছুটি
একটি শিশু সামনের দিকে ছুটে যায়
চিৎকার করে কাকে যেনো খুঁজছে
জলপাই রঙের ট্রাক থেকে ছুটে আসে বুলেট
পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ে শিশুটি
ফিনকি দিয়ে বের হয় রক্ত
রক্তের স্রোত দেখে নিজেকে ধরে রাখতে পারে না মোস্তফা
ছুটে যায় শিশুটির কাছে
কোলে তুলে নেয়
তার মুখ দিয়ে বেরুতে থাকে বজ্রধ্বণী
আবার ছুটে আসে বুলেট লুটিয়ে পড়ে মোস্তফা
আমরা তো জানি পতাকা চাইলেই হারাতে হয় স্বজন
বিকিয়ে দিতে হয় বোনের ইজ্জত
তবু আমরা চললাম লাশের স্তুপ ফেলে একটি পতাকার জন্য
আহ! পতাকা পতপত করে উড়বে নীল আকাশে
আর আমরা পতাকার মতো মেলে দেবো আমাদের স্বপ্নের ডানা।
অবশেষে আমরা পৌঁছে গেলাম সীমান্তের ট্রেনিং ক্যাম্পে
ট্রেনিং শেষে বেড়িয়ে পড়লাম শত্রুর মোকাবেলা করতে
প্রচন্ড আক্রশে ছুড়ে মারলাম গ্রেনেট
এক এক করে ছিন্নভিন্ন করে দিলাম শত্রুর বুক
তবু যেনো তৃষ্ণা মেটে না
ছিড়ে ফেলতে চায় জালিমের হাত
যতণ না মুক্ত হয় দেশ ততণ লড়ে গেলাম
কারণ একটি পতাকাই আমাদের স্বপ্ন।
http://afsarnizam.com/
বিষয়: সাহিত্য
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন