মাননীয় প্রফেট

লিখেছেন লিখেছেন আফসার নিজাম ২৩ আগস্ট, ২০১৪, ০৮:০১:৪৪ রাত



আফসার নিজাম

মাননীয় প্রফেট, দরুদ সালাম

সহস্র সময়কে ধারণ করার জন্য

এবঙ বাতাসকে ঘুরিয়ে নির্মল কক্ষপথে পরিচালনার জন্য

কিন্তু বিস্মিত হবেন না মাননীয়

আপনার অনুসারীরা ধারণ করতে পারেনি

বাতাসের আর্দ্রতা-

কোমলতায় মেখে নিতে পারেনি

জাফরানি লোবান।

কারণ-

তারা হারিয়ে ফেলেছে

নান্দনিক চৈতন্যের

ইকরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক।

মাননীয় প্রফেট

এবার নেমে আসুন

দেখুন আপনার উম্মত

বাতলিয়ে দিন-

ডিজিটাল সময়কে নিয়ন্ত্রণ করার কৌশল

এবঙ পরমাণু শক্তির আনবিক বিন্যাসের কথা-

বিষয়: সাহিত্য

১১২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257558
২৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৩
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৫
201506
আফসার নিজাম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
257610
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৩
কাহাফ লিখেছেন : প্রফেট কে আবার আসার প্রয়োজন নেই,ওনার বলা/দেখানো রাস্তায় চল্লে সব ঠিক হয়ে যাবে........।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
201505
আফসার নিজাম লিখেছেন : কথা সত্য কিন্তু কোনো কাজ করছি না আমরা।
257932
২৫ আগস্ট ২০১৪ রাত ১২:৪১
বাজলবী লিখেছেন : প্রফেটকে অনুস্বরণ অনুকরণ করে চলতে হবে। ধন্যবাদ।
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
204352
আফসার নিজাম লিখেছেন : চেষ্টা করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File