আমার ভাইয়ের রক্ত ঋণ শোধের হরতাল...
লিখেছেন লিখেছেন শামস্ আমিন ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৫:৪৩ রাত
পুরো পৃথিবী দেখবে এক সর্বাত্মক হরতাল। দেশ-জনতা রোববার এ হরতালের ডাক দিয়েছে বটে, তবে তা শুরু হয়ে গেছে শনিবার দুপুর থেকেই। পুরো রাজধানী ফাঁকা। যেন ধ্বংশযজ্ঞের নিরবতা নেমে এসেছে এ নগরীতে!
এ হরতাল নিছক কোন হরতাল নয়, শহীদের রক্তের বোঝা মাথায় নিয়ে নব্য এক নাস্তিক স্বৈরাচারের বিরুদ্ধে ধর্মপ্রাণ জনতাকে এ হরতাল পালন করতে হবে।
এ হরতালই বলে দেবে-এ দেশে নাস্তিকদের ঠাঁই নেই, এ হরতালই বুঝিয়ে দেবে, এ দেশে ইসলামি আন্দোলন থাকবে। প্রতিদিন ভোরে বাংলার ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হবে। মসজিদ থেকে দিনে পাঁচবার ভেসে আসবে আজানের সুমধুর বানী।
তাই হাজারো প্রাণের বিনিময়ে হলেও এ হরতাল সফল করতে হবে। এ হরতাল হলো-আমার ভাইয়ের রক্ত ঋণ শোধের হরতাল...এ হরতাল হলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার হরতাল...
এ হরতাল তাই জনতার, এ হরতাল মানুষের
এ হরতাল কুলি, মজুর-ধর্মপ্রাণ শ্রমিকের...
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন