পতাকা দেশের অস্তিত্ত্বের ধারক ও বাহক। শহীদ মিনার আবেগের কেন্দ্রস্থল ও শ্রদ্ধা সম্মানের প্রতিকী -হৃদয়ের মিনার।

লিখেছেন লিখেছেন নীরু ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৬:২৮ রাত









পতাকা দেশের অস্তিত্ত্বের ধারক ও বাহক। শহীদ মিনার ঐতিহাসিক আবেগের কেন্দ্রস্থল ও শ্রদ্ধা সম্মানের প্রতিকী- হৃদয়ের মিনার।

পতাকা ও শহীদ মিনারের প্রতি ক্ষোভ কাদের থাকতে পারে?

জামাত শিবির কি স্বাধীনতা বিশ্বাস করে না?


তাহলে রাখ ঢাক কেন!

পতাকা পুঁড়বে, শহীদ মিনার ভাংবে।

আর মুক্তিযুদ্ধের শক্তি চেয়ে চেয়ে দেখবে।

এ কোন আহাম্মকি যুক্তি!!


আসুন, রুখে দাঁড়াই নরপিশাচ হায়েনার সমর্থকদের।

৭১ এ যুদ্ধাপরাধীদের দল ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে । আবারো একই কায়দায় সক্রীয়।

ইনিয়ে বিনিয়ে যুক্তিতর্কে স্বাধীনতা আসেনি। এসেছে সশস্র মোকাবেলায়।

স্বাধীনতার রক্ষার্থেও কঠোরতার বিকল্প নাই।

বিষয়: রাজনীতি

১৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File