জনতার জোতানির ভয়ে বামদের দোয়া কর্মসূচি! ভণ্ডামি করে কয়?
লিখেছেন লিখেছেন শামস্ আমিন ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৩:৪১ রাত
এই বামরা শাহবাগ থেকে সমস্বরে ঘোষণা দিয়েছিল-বাংলাদেশ থেকে ধর্ম তুলে দিবে! সেই বামরা এবার মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি ঘোষণা করেছে? হাসমো না কাঁদমো বলেন। জনতার ঠেলা খাইয়া রাম বামের দল সেই ধর্মের তলেই মাথা ঠুকল। ভণ্ডামি আর কারে কয়?
ওরা শাহবাগে পুলিশ পাহারায় বসে ভেবেছিল বাংলাদেশটা কিনে ফেলেছে। ধর্ম নিয়ে এমন হেন অবমাননা নেই এই অসভ্যগুলো করেনি। ওদের ধৃষ্টতা দেখে যেই তাওহিদী জনতা জেগেছে, অমনি বামরা শাহবাগ থেকে লেজ গুটিয়ে ভেগেছে। জনতার জোতার ভয়ে ওরা এখন মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। অথচ তারা ধর্মে বিশ্বাস করে না, আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করে। এ বৈপরিত্র্য থেকেই বোঝা যায় আসলে ওদের কোন আদর্শ নেই। ওদের যে পাত্রে রাখা হয় সে পাত্রের রংই ধারণ করে।
তবে ওদের মাফ নেই। জনতা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার দায়ে ধরে এনে বামদের বিচার করবে।
বামরা যদি সত্যিই ইসলামকে গ্রহণ করতে চায় তবে তাদের স্বাগতম। কিন্তু এভাবে ভণ্ডামি করতে থাকলে ওদের আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আসুন জুমার নামাজ শেষে বিক্ষোভে যোগ দেই। ধর্মদ্রোহীদের রুখে দিতে হবে। ইসলামকে রক্ষা করতে হবে।
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন