আগামী কাল জুমা বার ৪ লক্ষ মসজিদের থেকে প্রতিবাদ সমাবেশ যোগ দিন

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১০:৫৫ রাত

আগামী কাল শুক্রবার সারাদেশ থেকে ৪ লক্ষাধীক মসজিদ থেকে নাস্তিকদের বিরুদ্বে , হেফাজতে ইসলামের ডাকে দল মত নিবিশেষে সাড়া দেয়া ঈমানী দায়িত্ব,

সম্প্রতি অনলাইন ব্লগিং ও সামাজিক ওয়েবসাইটে আল্লাহ, রাসূল (স) ও ইসলাম ধর্ম সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করে কতিপয় ব্লগার দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছেন

আমি/আমরা/তৌহিদী জনতা সকলে এর প্রতিবাদ জানাই , ঘৃনা করি ওদের কে ও ওদের কাজ কে ও লেখনি কে ৷

ঐ দিন কে ভয় করুন যে দিন আপনার এ হাত ও কথা বলবে , আপনার বিরুদ্ধে ৷

আমরা কাউকে রাস্তায় নেমে ভাংচুর করতে বলব না, মানুষ হত্যায় বিশ্বাসী না ,জালাও পোডাওয়ে বিশ্বাসী না , আপনি /আপনরা যদিও কুরুচি যুক্ত কথা লেখেছেন আমরা তা করবনা ,তবে আমি শুধু আমাদের দেশের নাস্তিক মতবাদে বিশ্বাসী বন্ধুদের বলব আপনার বাবা-মাকে নিয়ে কেউ অশ্লীল ভাষায় লেখা লেখি করলে ,আপনি ঐ ব্যক্তির বিরুদ্বে কি করতেন?

জেনে রাখুন বাংলার নাস্তিক , রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম সেই মহা মানব যাকে আমাদের বাবা-মা, সন্তান এমনকি আমাদের নিজেদের থেকেও বেশী ভালো না বাসলে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না।

আপনি নাস্তিক হয়ে ঘরে বসে থাকুন , তাতে করো আপত্তি নেই , কিন্তু ইসলাম/ নবী নিয়ে কুৎসা রটানো বরদাশত্ করা হবেনা ৷ তবে দোয়া করি হেদায়েতের জন্য , কেউ আপনাকে জোর করে ইসলামের দিকে টেনে হেঁছডে আনবেনা , এমন কি এক জন অমুসলিম কে ও জোর করে ইসলাম গ্রহনে বাধ্য করা যাবেন

;; লা ইক্ রাহা ফিদ্-দ্বীন ;;;

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File