শাহবাগের উগ্র বামদের ইসলামি রাজনীতি বন্ধের আবদারে কাদের সিদ্দিকীর হুশিয়ারি...

লিখেছেন লিখেছেন শামস্ আমিন ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৭:০৬ রাত



যতকাল পৃথিবীতে মুসলমান থাকবে ততকাল ইসলামী রাজনীতি থাকবে। আইন করে ইসলামী আন্দোলনকে বন্ধ করা যাবে না। ওলি আউলিয়াদের এ পুণ্যভূমিতে ইসলামী তরিকা থাকবে। আপনারা বামরা ভ্রান্ত রাজনীতি করেন। এ দাবিটি সেটাই প্রমাণ করে। এ সব কথা বলো মুসলমানদের পবিত্র আবেগে আঘাত দিবেন না। নয়তো সাধারণ মুসলামনরা রাস্তায় নামলে পালানোর পথও পাবেন না। বামদের কি এমন গণভিত্তি যে ওরা কোটি কোটি মানুষের একিট মতবাদকে নিষিদ্ধ করার দু:সাহস দেখায়! আমি অনুরোধ করছি এ দাবি থেকে সরে আসুন।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File