শাহবাগের কবিরা...?

লিখেছেন লিখেছেন শামস্ আমিন ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৬:১১ রাত

শাহবাগের কবিরা, কবিতা লিখুক বা না লিখুক

মুখে গাঁজার গন্ধ লেগেই আছে

মাথায় কিছু থাকুক বা না থাকুক

চিপা গলি বা সরু পথে টানাটানি চলছেই।

ওরা শাহবাগের কবি,

দাঁতে একমন গু

গায়ে ময়লার বস্তা

ওদের নাম নাবালক ছাগু।

শাহবাগের কবিরা,

কবিতা বুঝুক বা না বুঝুক

ছন্দ চলুক বা না চলুক

ফুটপাতে কবিতার দোহাইয়ে

কাম চরিতার্থ হচ্ছেই।

ওরা শাহবাগের কবি,

ওরা আসলে তবি

মানুষ ওদের দেয় গদাম

তারা হয় উদাম,

ওরা কবি হলো শাহবাগের

আর বোঝা বাংলাদেশের

তাই ওদের ধরে দেও গদাম

শাহবাগের কবিদের, করে ফেল উদাম...

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File