আমার বাংলা কবিতা (প্রথম প্রেম)
লিখেছেন লিখেছেন কি হবে ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৭:৩৭ রাত
19.12.12
প্রথম প্রেম
আব্দুর রহিম স্বপন
আমার দেখায় তুমি রাজ কন্যা,
তোমার কাছে দেখেছি ভালবাসার বন্যা।
তাই পারিনি মানতে শত বাদা,
তোমাকে ভালবাসা এটাই ছিল আশা।
মা-বাবার বারণ,
ভালবাসার কাছে ছিল তুচ্ছ কারণ।
ছিল যত মনের ভয়,
সব দূরে সরিয়েছি যাতে ভালবাসাটা হয়।
সয়েছি শত অপবাদ,
তুমি আর আমি এক সাথে দেখেছি একটি প্রভাত।
সব অপবাদ গেলাম ভুলে,
তুমি আমার শুধু বলে।
https://www.facebook.com/nowramou
বিষয়: সাহিত্য
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন