কশমির থেকে পাঠানো এক মুজাহিদের চিঠি

লিখেছেন লিখেছেন রকিব ইসলাম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫৫:১৬ রাত



আজ জামায়াত শিবির মাইর খাচ্ছে, আর দেশের অন্য ইসলামী সংগঠন গুলো বসে বসে মজা দেখছে ।

নিজের দেশকে ইসলামী দেশ মনে করা এবং নিজেকে ইসলামী আন্দোলক মনে করা, হে আলেম...-উলামারা !

জিহাদ শুধু জামায়াত শিবিরের উপরই ফরজ নয়, আপনাদের উপরও ফরজ !

জিহাদের আয়াত শুধু জামায়াত শিবিরের জন্য আসেনি, এই কোরআন যখন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমি তো জিহাদের আয়াত দেখিয়ে দিয়েছিলাম, শুনিয়ে দিয়েছিলাম।

কিন্তু তাঁরা আমাকে শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল।

কি জবাব দেবেন তখন !?

হে ভাই, জিহাদের ময়দান থেকে পালাচ্ছেন না তো ?

কোরআন শুধু জামায়াত শিবিরের উপর নাযিল হয়েছে নাকি আপনাদের উপরও নাযিল হয়েছে !?

তাহলে বসে বসে কেন তামাশা দেখছেন ?

হয়ত বলবেন (জামায়াত-শিবিরের) এটা জিহাদ নয়, ঠিক আছে তাহলে বলুন কোনটা জিহাদ !?

আমেরিকা এসে বম্বিং করবে তারপর কি জিহাদ ফরজ হবে ?

হয়ত ঘাওড়ামী করে এও বলতে পারেন, জামায়াত শিবির কোন ইসলামী দলই না ! তাদের এটা জিহাদও নয় !

ঠিক আছে তাহলে আপনারা জিহাদ করুন, যদি আপনারা সঠিক / হক্ক হয়ে থাকেন।

কেন করছেন না ?

কোথায় আপনাদের বিবেক ?

আল্লাহ তো কোরআনে বলেছেন إِلاَّ تَنفِرُواْ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ

যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন...(৯:৩৯)

যদি তোমরা বাতিলের বিরুদ্ধে লড়াই না করো, তাহলে অন্য কোন গ্রুপ কে দিয়ে ইসলাম বিদ্দ্যেশীদের বিরুদ্ধে লড়াই করাবেন.....

তারপরও আল্লাহ এই কাজ কে বন্ধ করবেন না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারাই এই কাজের সাথে থাকবে সঠিক দ্বীনের উপর অটুট থাকবে, তারাই হক্ক !

তাহলে এখানে বিবেকের কাছ থেকেই অনুভবীয় যে, জামায়াত শিবির ই বর্তমানে হক্কের উপর প্রতিষ্ঠিত।

আপনারা দ্বীনের কাজ করছেন না বলেই কি আল্লাহ জামায়াত শিবির কে দিয়ে জিহাদের কাজ করিয়ে নিচ্ছেন ?

হয়ত আরও বলবেন, জামায়াত শিবিরদের ওদের আমলের সাজা মিলতেছে !

হায় হায় তাহলে কি এটাও বলবেন যে, রাসুল (সাঃ) এর ও তার আমলের সাজা মিলেছিল... (নাউযুবিল্লাহ)

হে আমার দ্বীনের ভায়েরা, হে আমার দেশের আলেম উলামারা, হে আমার উস্তাদেরা !

আমি তো এখানকার (কাশ্মীর রণাঙ্গনের) চিত্র, মুজাহিদদের চিত্র শিবিরদের মধ্যে দেখতে পাচ্ছি !

আমিতো সেদিন দেখলাম শিবিরের ছেলেরা পুলিশের গুলির মুখেও এগিয়ে যাচ্ছে !

পাশের সাথীর লেগেছে ! আহত সাথীকে সেবা শুশ্রূষার জন্য আবার প্রতিবাদ প্রতিরোধে নেমে পড়ছে।

বিন্দু মাত্রও ভয় নেয় তাদের মধ্যে !

কি আশ্চর্য !

এটা কি তাহলে কোরআনে হাদিসে বর্ণিত মুজাহিদদের প্রতিচ্ছবি !?

পাহাড়ের গুহায় থেকে আল্লাহর সাহায্য দেখছি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ!

হে দ্বীনের কান্ডারী,

কাশ্মীর আফগান ফিলিস্তিনের মুজাহিদদের প্রতিচ্ছবি তো আজ আমার দেশের শিবিরদের মাঝে দেখতে পাচ্ছি!

হে আলেম সমাজ !

কোথায় আপনারা !

কোথায় আপনাদের বিবেক !

দয়া করে ঘুমন্ত বিবেক কে জাগ্রত করুন।

দ্বীনের জন্য কিছু করুন, কোরআন হাদিস বিরোধী ইসলাম বিরোধী এই সরকারের বিরুদ্ধে এক সাথে আন্দোলন শুরু করুন।

জানি আপনারা (আলেম উলামারা) কখনো হয়তো ঐক্যবদ্ধ হবেন না, কিন্তু যার যার জায়গা থেকে তো আন্দোলন শুরু করতে পারেন!

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- আমাদের প্রতিপালক সে লোকের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন, যে আল্লাহ রাস্তায় জিহাদে অংশ নিয়েছে, অতঃপর তার সাথিরা পরাজিত হয়েছে। তখন সে বুঝতে পেরেছে তার পরিণামফল কি হবে, তথাপি সে পুনরায় জিহাদে শরিক হয়েছে এমনভাবে যে, রক্তপাতে তার মৃত্যু হয়েছে। তখন মহান ও পরাক্রান্ত আল্লাহ্ স্বীয় ফেরেশতাদেরকে বললেন, “তোমরা আমার এ বান্দার দিকে খেয়াল করে দেখ, আমার কাছে যে পুরস্কার রয়েছে তাতে সে আকৃষ্ট হয়েছে এবং আমার কাছে যে অনুগ্রহ রয়েছে তা পাওয়ার আশায় সে আবার জিহাদে অংশ নিয়েছে। এমনকি সে তার জীবন উৎসর্গ করেছে।”

এখনো সময় ফুরিয়ে যায় নি... !

এখনো সময় ফুরিয়ে যায় নি... !

এখনো সময় ফুরিয়ে যায় নি... !

বিষয়: বিবিধ

২০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File