আমার বাংলা কবিতাঃ আমার তুমি
লিখেছেন লিখেছেন কি হবে ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৫:৪৮ রাত
আমার তুমি
(আব্দুর রহিম স্বপন )
http://www.facebook.com/nowramou
আমার তুমি,
সবার চেয়ে দামি।
পেয়েছি তোমায়,
তুমি রেখে যেওনা আমায়।
হাজার মানুষের মাঝে
তুমি একজন,
তুমি যে আমার
প্রিয়জন।
পাবে ভালোবাসা বেশি,
থাকবে হাসি খুশি।
আমার এই ভালোবাসা,
তুমি বাঁধবে নতুন স্বপ্ন আশা।
ভুলতে পারবো না তোমাকে,
তুমি ভুলে যেওনা আমাকে।
স্বপ্ন দেখবো আমি,
সত্যি করবে তুমি।
বিষয়: সাহিত্য
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন