“জাতির বৃহত্তম স্বার্থে এই রায় মেনে নেওয়া উচিত”
লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২০:২০ দুপুর
আমার মনে হয় বেশীর ভাগ জনগন এই রায়ে সন্তুষ্ট,কম সংখ্যক জনগন এই রায় মানে না,তাদের মধ্যে আবার দুইভাগ আছে এক জামাত দুই কিছু সংখ্যক জনগন,এরা আবার বিপরীত মুখী,আসলে বিচার হওয়া দরকার ছিল,বিচার হয়েছে এতদিন পরে এতেই সবার খুশি হওয়া উচিত,কারন দেশের স্বার্থে সাধারন জনগনের স্বার্থে একটু ছাড় দিতেই হবে,স্বাধীনতার ৪১ বছর পর বিচার হলোতো,একটু হলেও সুবিচার হয়েছে,আর কত দিন আমরা পিছনে তাকাবো,ওরা তখন যে ক্ষতি করেছে সেই ক্ষতি কোন দিন পূরণ হবে না,সেই তিরিশ লক্ষ শহীদদের আর আমরা ফেরত পাবো না,তার বিনিময় বাংলাদেশ নামক স্বতন্ত্র একটি দেশ পেয়েছি,এই পাওয়াটা আমাদের হ্রদয়ে ধারন করতে হবে,দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে,তবেই না স্বার্থক হবে শহীদদের রক্ত,তাই জামাতসহ সকলকে অনুরোধ করছি দেশকে আর নৈরাজ্যর মধ্যে ঠেলে দিবেন না,রাজাকাররা খারাপ ছিল,তা বলে আমরা খারাপ হবো কেন? আমি একজন সাধারন নাগরিক বলছি,আমরা আর পারছি না,ক্ষমা করবেন।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন