‘জাতির ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা’

লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৮:৪৮ বিকাল

কে দেবে আশা কে দেবে ভরসা,চারি দিকে শুনি শুধু মানি না মানবো না,কাদের মোল্লার বিচারের রায় হওয়ার পর ভাবছিলাম যে যাক এবার দেশটা একটু শান্ত হলো ,দুদিক রক্ষা হলো,জামাত হয়তো এইবার একটু শান্ত হবে,আওয়ামিলীগ ও তৃপ্তি পাবে,কিন্ত একি হলো সব গোলমেলে লাগছে,কাল আবার হরতাল,দেশের সাধারন মানুষের হবে যত সমস্যা,তারাতো অত বুঝতে চায় না তারা চায় দেশটা শান্ত থাক,যুদ্ধাপরাধীদের বিচার হলেই কি না হলেই কি,দুবেলা খেয়ে পরে বাচার লরাই করে যাচ্ছে প্রতিনিয়ত,নেতাদেরতো কিছু হয় না ,সাধারন মানুষ যে কি পরিমান কষ্ট ভোগ করে তা না দেখলে নেতাদের বোঝানো যাবে,তারাতো বলেই খালাস,অফিসে আসতে হবে না এলে বলবে হরতালের পক্ষে,তাই যত কষ্ট হোক আসতেই হবে।দুপক্ষকেই রায় নিয়ে সন্তুষ্ট্যি থাকতে হবে,দেশের স্বার্থে জনগনের স্বার্থে।

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File