এই ট্রাইব্যুনাল ১০০% ব্যার্থ, তাদের রায় ভুল, দেশের কেউ এই রায় মেনে নেয় নাই।
লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৩:৪৬ দুপুর
দেশের অধীকাংশ না, সব মানুষ মনে করে এই রায় সঠিক হয়নি। আব্দুল কাদের মোল্লার পক্ষের লোকেরা যেমন এই রায়ে সন্তুষ্ট না, বিপক্ষের লোকেরাও না। উভয় পক্ষই মনে করেন এই রায় ভুল। এই রায়ের বিরোদ্ধে জামায়াত শিবির হরতাল ডেকেছে। এই হরতাল পালন করতে গিয়ে এখন পর্তাযন্দেত তাদের ৮ জন প্রাণ দিয়েছেন। শত শত আহত হয়েছেন। আরো শত শত বন্দি হয়েছেন। হাজার লোক নির্যতিত হয়েছেন। আর যারা এই বিচারের পক্ষে তারাও এখন দু দিন ধরে শাহবাগে অবস্থান করছেন? পত্র পত্রিকায় এবং টিভিতে তারা এই রায় প্রত্যাখ্যান করে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। এখন পর্যন্ত কেউ এই রায়ে সন্তুষ্টি জানান নি। খোদ সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্য পর্যন্ত এই রায় প্রত্যাখ্যান করে সংসদেও বক্তৃতা করেছে। তাহলে দেখা যাচ্ছে দেশের ১০০% মানুষ এই রায় প্রত্যাখ্যান করেছেন। তাহলে???
তাহলে একথা প্রমাণিত হলো যে এই আদালত ১০০% ব্যার্থ।
দেশের সবাই যখন এই রায় প্রত্যাখ্যান করেছেন তখন অবশ্যই এই বিচার তৃতীয় কোনো আদালতে হওয়া উচিত। ঐ আদালত হবে সবার কাছে গ্রহনযোগ্য, আন্তর্জাতিক মানে উত্তীর্ণ, বাদি বিবাদি সবাইকে সমান সুযোগ দিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণের উপর রেখে এই বিচার আবার হওয়া দরকার।
আসুন যারা সত্যিকার বিচার চান তারা ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলুন, এই বিচার আবার হতে হবে এবং স্বচ্ছ হতে হবে।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন