বহুদিন বেঁচে থাকো মা
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১৭ মে, ২০১৪, ১০:৫৫:৫২ রাত
আমার আম্মা আমাদের অনেক প্রিয় একজন বন্ধু
আমাদের পাড়া-পড়শিরা আম্মাকে ‘মুজাহিদা’ নামে উপাধী দিয়েছেন
একদিন মামাকে জিজ্ঞেস করলাম-
মামা, আম্মাকে মানুষ ‘মুজাহিদা’ কেন বলেন?
মামা বললেন, তোমার আম্মা মূর্খ মানুষ, তোমার আব্বাও অশিক্ষিত
তোমাদের আশেপাশের সব অশিক্ষিত সন্তানের ভীড়ে
তোমার আম্মা বহু ত্যাগ সাধনায় তোমাদের পাঠিয়েছিলেন দূর-দূরান্তের আবাসিক মাদরাসায়।
তোমাদের কত জ্বালাতন, কত তিক্তাগুনের সবটা সয়ে
তোমাদের মানুষ করতে চেয়েছেন, আজকাল তোমাদেরকে অনেকেই ‘মানুষ’ বলে
তোমরা তোমাদের মায়ের জন্য আজ মানুষ।
আম্মা খুব পরহেজগার, তাঁর চেহারায় একবার তাকালেই
নিষ্পাপ অবয়ব ভেসে আসে মুখে
আম্মা সবসময় একটা কথা এখনও বলেন-
শোনো, তোমরা যা-ই করো, যত সুনাম কামাও
তোমাদের নামায যেন কখনও ছুটে না যায়।
আম্মার কথা মনে হলেই
আমি আমার যাবতীয় পাপ থেকে বেরিয়ে আসতে পারি
এখনও বেঁচে আছেন তিনি
জীবনের কাঁটাতারে ফেসে গিয়ে আজকাল কত দূর, বহুদূর...
বহুদূর পড়ে আছি, আম্মাকে দেখি না বহুদিন।
বৃদ্ধ হয়ে যাচ্ছেন দিন দিন
তবু ভাবতে পারি না এ জীবন ফুরানোর আগে মাকে হারাবো
কখনও মা হারানোর যাতনা ভুগতে চাই না।
বহুদিন বেঁচে থাকো মা, বহুদিন বেঁচে থাকো মা
বিষয়: সাহিত্য
১২৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন