বৃষ্টিরাতে
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ০৯ জুন, ২০১৩, ০২:১৮:০৯ দুপুর
বৃষ্টি যখন আসে-
ভেজা ভেজা দৃষ্টিগুলো
দিক চারিদিক ভাসে।
বৃষ্টি এলে রাত্রি কালে
ভোরে পানি পূর্ণ খালে
রাতটাও খুব দীর্ঘ হয়ে
চোখে চোখেই ভাসে।
বৃষ্টি যখন মেঘলা হয়ে
আকাশ্পানে ঘুরে,
আমরা সবাই বৃষ্টির গান
গাই যে ভেজা সূরে।
বৃষ্টি তুমি থাকো কোথায়
বসন্তকাল এলে,
তোমার পানে চেয়ে থাকে
কৃষক মাঝি জেলে।
বিষয়: সাহিত্য
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন