নষ্ট এ রাত
লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১৯ এপ্রিল, ২০১৪, ০৩:৪২:২৩ দুপুর
বহুদিন অপেক্ষা করলাম
একটা রাত আসবে
একদিন চোখ বন্ধ হয়ে ঘুম আসবে
ভোর আসবে সেজেগুজে।
অপেক্ষা করলাম
রাতের আঁধারে স্বপ্ন আসবে
স্বপ্ন দেখে উদাস মনে ভুলিয়ে দেবে আপনকথা।
আর এলো না দুনয়নের ক্লান্তিসময়
স্বপ্নচোখে আর এলো না
নতুন করে সেজেগুজে ভোর এলো না
একলা আমার নিশি যাপন
এমন করে আর কত রাত নষ্ট হবে, বুঝি না তো
কষ্ট পেয়ে বরণ করি সকালবেলার স্নিগ্ধ প্রহর
নষ্ট হয়ে যাচ্ছে এ রাত, আর আসে না আগের মতো।
বিষয়: সাহিত্য
১২৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন করে আর কত রাত নষ্ট হবে, বুঝি না তো
কষ্ট পেয়ে বরণ করি সকালবেলার স্নিগ্ধ প্রহর
নষ্ট হয়ে যাচ্ছে এ রাত, আর আসে না আগের মতো।
মন্তব্য করতে লগইন করুন