যদি আমার হাত-পা শৃঙ্ক্ষলিত না থাকতো তবে জালিমের কারাগার থেকে মুক্ত করে আনতাম জাতির কান্ডারীদের....
লিখেছেন লিখেছেন পেন্সিল ১৬ এপ্রিল, ২০১৩, ০৯:৩৯:১৭ রাত
যুগে যুগে কোন মায়েদের কোল জুড়ে
খেলা করে হামযা (রা.), আলীদের (রা.) ছোট দেহ?
কাদের মমতা মাখানো স্নেহের পরশে
বেড়ে উঠে তাজা প্রাণের বীর-মুজাহিদ?
সে তো আমাদেরই অগ্রজ।।
কোন মায়েদের স্তন্য পান করে
শরীরকে বর্ম বানায় মূসা, ত্বারিকরা;
কোন মায়েদের ঘুম পাড়ানী গানে গানে
সাঈদীদের হৃদয়ে জ্বালায় আগুনের স্ফূলিঙ্গ!
সে তো পূত-পবিত্র মায়েরাই।।
আমরা তো সেইসব মাযেদেরই অনুজ-
যুগে যুগে যারা
তাঁদের সুরক্ষিত গর্ভে লালন করে
সাইয়্যেদ কুতুব, জয়নব আল গাজালী
হাসান আল বান্না, মুহাম্মদ ইবন কাসিম সহ
লাখো ভবিষ্যৎ মুজাহিদদের ভ্রুণ,
এরাই জাতির গর্বিত জননী।।
এই মায়েদের গর্ভেই জন্ম নিয়েছে জাতির কান্ডারী-
মালেক, শাব্বির, মাসুদ, নোমানীরা।
এখনো কিশতীর হাল ধরতে গিয়ে
হায়েনার শিকলে আবদ্ধ হয়েছে
দেলাওয়ার, ইয়াহিয়াসহ হাজারো তরুণ।
পূত-পবিত্র মায়েরাই শুধু
এদের ভ্রুণকে যত্ন নিয়ে বড় করে তোলে।
রাজিব, আসিফ মহিউদ্দিন, লাকী
কিংবা ইমরান এইচ সরকারদের মত হওয়ার আগেই
এইসব বীর মায়েরা ওদের প্রবৃত্তিকে গলা টিপে মেরে ফেলে।
তারা চায় না, তাদের কারুর গর্ভে জন্ম নিক
আরেকটা নমরুদ, জামাল আল নাসের
কিংবা যুগের ফেরাউন।।
যতদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে না
যতদিন এদেশের বাতাসে
'ফাতহুম মুবিনের' খোশ খবর ধ্বনিবে না;
ততদিন পর্যন্ত এই মাটিতেই জন্ম নিতে থাকবে
লক্ষ তিতুমীর; যাদের অঙ্গিকার 'বাঁশেরকেল্লা' গড়বার।
জন্ম নেবে লাখো সাঈদী
যারা এই ভূমিকে বানাবে 'তাফসীর মাহফিলের' ময়দান।
জন্ম নেবে 'শফিকুল ইসলাম মাসুদ' কিংবা
'মাহমুদুর রহমানের' মত এক একজন থান্ডারাস।
জন্ম নেবে হাজারো গোলাম আযম
যারা সত্যিকারের ভাষা সৈনিকের মর্যাদা নিয়ে
নাম লেখাবে উজ্জ্বল ইতিহাসের পাতায়।
এভাবেই যুগে যুগে জন্ম নেবে জাতির কান্ডারী।
ওদের বক্ষ বিদীর্ণ করে তোমরা দেখতে পাওনি
ওদের কলিজায় রয়েছে শাহাদাতের আতীব্র তামান্না!
ওদের চোখ উপড়িয়ে দেখোনি-
ঐ চোখে আল্লাহর সান্নিধ্য পাবার কী অপরিসীম আকাঙ্ক্ষা!
দেখনি, মৃত্যু নিশ্চিত জেনেও বীরের মত
জীবন কুরবান করে তপ্ত-খুনে
রাজপথ সিঞ্চিত করার দৃশ্য!
হ্যাঁ, এভাবেই........
এভাবেই মায়েদের নাঁড়ি ছেঁড়া কলিজার টুকরোরা
আল্লাহর দ্বীন কায়েমের জন্য বুলেটের সামনে অকুতোভয়।
আর কালের পরিক্রমায় আমাদের গর্ভে জন্ম নেবে
লক্ষ সাঈদী, মালেকদের উত্তরসূরী।।
বিষয়: বিবিধ
৪৬২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন