কে আসল আর কে নকল

লিখেছেন লিখেছেন মিশন ০৬ মার্চ, ২০১৩, ০৩:১৫:৩৯ রাত

শহীদ মিনার ভাঙ্গতে গিয়ে গনধোলাই খেলেন কুত্তালীগের এক সম্মানিত সদস্য। আওয়ামী কুত্তালীগের কুত্তারা দেশকে এত পরিমানে ভালবাসে এটা হল তার একটু নমুনা। ধরা পড়লে বলে আমি কলা খাইনি হাসিনা খালা আর ধরা না পড়লে বলে এটা ছাগুদের কাজ যেহেতু তারা দেশকে ভালবাসে না। কুত কুত কুত তা লিগের জানোয়ারেরা এমনভাব করে যেন মনে হয় উনারা একাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আর বাকীরা নাভির নিচের লোম তুলেছে অথচ যুদ্ধের সময় তারা হিন্দুস্তানে পালিয়ে ছিল। যুদ্ধের পর দেশে এসে আসল মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গুলি নিয়ে জমা দিয়ে হয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযোদ্ধারা ভাত কাপড় ছাড়াই দিনানিপাত করছে আর রণাঙ্গণের মুক্তিযোদ্ধা নামের সেই ছাগলগুলো দেশটাকে লুটিয়ে পুটিয়ে খেয়ে নিচ্ছে। তারা স্বাধীনতার কথা বলে এদেশের প্রকৃত বীরদের সাথে প্রতারণা করছে। আসুন মুক্তিযোদ্ধা নামের এই কীটগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সচেষ্ট হই।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File