আমরা এই রকম বাংলাদেশ চেয়ছিলাম

লিখেছেন লিখেছেন মিশন ০৫ মার্চ, ২০১৩, ০৩:১৮:৩২ রাত

বাংলাদেশ নাকি স্বাধীন দেশ? আমি বলি তা কখনই না কেননা যে দেশের মন্ত্রী এমপিরা এমন কিছু বিষয় যার সর্ম্পকে কোন ধারণা নেই সেই বিষয়ে রাম ছাগলের বিড় বিড় করে থাকেন। সরকারে যে গন্ড মূরোকখোরা বসে আসেন তারা আর কত মায়ের বুক খালি হলে খুশি হবেন। নাস্তিকেরা বলতেছে যে আমরা তো এমন বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোন জামাত শিবির ও অন্যায়ের প্রতিবাদকারী মুসলিম যার ফলে আমরা আমাদের অপকর্মগুলো স্বাধীনভাবে চালিয়ে যেতে সক্ষম হব। কিন্তু বাংলার তৌহিদী জনতা যতদিন থাকবে ততদিন নাস্তিকদের সে আশা পুরন হবে না ইনশাআল্লাহ।

এমনিতে দেশ সঙ্কটে সেই সময়ে দেশে এলেন মেশিন ব্যবহারকারি নব্যক পাঠা যে একটু গরম করে নিলেন এক আফার সাথে আর এক আফা মোটেই পাত্তা দিলেন না। যা হোক এই পাঠা এত কিছু করার পরেও আবার নিজ দেশকে সফলভাবে গর্ভবতী বানিয়ে নিয়ে চলে যাবেন। প্রতিনিয়ত আমার দেশের লোক মরে সীমান্তে তার কোন খোজ নাই। আর আমাদের আফা বলে যাহা দিলাম তাহা উজার করে দিলাম। আমরা কি উজার করে দেয়ার জন্য এই স্বাধীন দেশ পেয়েছি আমাদের কি নেয়ার কোন ক্ষমতা নেই।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File