শাহবাগের কিছু কথা
লিখেছেন লিখেছেন মিশন ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩১:০২ রাত
গত দুই তিন দিন ধরে শাহবাগে আসলে কি হচ্ছে তা কি কেউ একটিবারের জন্য হলেও ভেবে দেখছেন যে তারা নাকি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড মেনে নিতে পারছেন না। তারা এই রায়কে যদি মেনেই নিতে না পারেন তাহলে ট্রাইবুনাল রেখে লাভ কি আজ এক্ষন থেকে ট্রাইবুনাল ভেঙ্গে দিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিচার করা হোক। আর তাই যদি হত তাহলে তারা এতদিন কি ঘোড়ার ঘাস কেটেছেন নাকি? কেন তারা স্বাধীনতার এত দিন কেটে গেলেও কোন বিচার করেনি। কেন এদেরকে রাজনৌতিকভাবে প্রশয় দেয়া হয়েছিল। এই আন্দোলনে যারা শামিল হয়েছেন তারা অধিকাংশই ইসলাম বিদ্বেষী নাস্তিক, কাফের, গাঞ্জাখোরের,পতিতাদের দল। যাদের মুক্তিযুদ্ধ সর্ম্পকে কোন ধারনাই নেই তারা একটু বেশি করে লাফালাফি করছে। কারণ কয়েকদিন পর আর এক রাজাকারের রায় হওয়ার কথা তাই এরা একটু চেচামেচির পরিমান বাড়িয়ে দিয়েছে। এই রাজাকারই তো ধর্ষন করেছে আন্দোলনকারীদের মাতাদেরকে না হলে এরা না বুঝে এত লাফালাফি করতো না আমার মনে হয়। তাই সকলকে বলবো আপনারা বুঝে শুনে এইরকম অনুষ্ঠানে যোগ দিবেন। এমনকি হতে পারে না যে রাজনৈতিক বিবেচনায় এইরকম রায় হয়েছে। এর জন্য দায়ী এই সরকার।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন