এরাই কি প্রকৃত সাংবাদিক?
লিখেছেন লিখেছেন মিশন ০৩ মে, ২০১৩, ০৬:২৯:৫৮ সন্ধ্যা
কিছুক্ষন আগে সাভার ট্রাজেডির কিছু ছবি দেখছিলাম তারপর আমার চোখে পড়ল লিঙ্কের এই http://bangla.bdnews24.com/bangladesh/article620886.bdnews খবরটির দিকে। একটু চোখ বুলিয়ে নিয়ে একটু অবাক হয়ে চিন্তা করলাম এরা কি জেনে বুঝে খবর ছাপে না আন্দাজের উপর ভিত্তি করে খবর ছাপে সেটাই অবাক করার মত বিষয়। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে হেফাজতে ইসলামের আক্রোমনে আহলে জামাত (মাজার পন্থী ভন্ডদের) একজন মারা গেছে। উনি নাকি একটি আলিয়া মাদ্রাসার স্নাতক শ্রেণির ছাত্র। আমার প্রশ্ন হল যে আলিয়া মাদ্রাসায় আবার স্নাতক আসে কোথা থেকে। যদি মাদ্রাসাটিতে ফাজিল বা কামিল শ্রেণী থাকত তাহলে না স্নাতক শ্রেণী থাকত। তাই সম্মানিত সকল পাঠক শ্রোতার কাছে একটি অনুরোধ এই ভন্ডদের ভন্ডামি থেকে নিজেরা সাবধান থাকি এবং প্রতিঙ্গা করি এদেরকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন