রাজনীতির বিজ্ঞাপন
লিখেছেন লিখেছেন মিশন ২১ এপ্রিল, ২০১৩, ১০:১১:৫৬ সকাল
সুবর্ন সুযোগ!
আপনি কি একজন খাটি রাজাকার। এক্ষুনি এ দুর্নামটি ঘোচাতে চান তাহলে জলদি করে আওয়ামীলিগে যোগ দেন। কেননা আমরা আওয়ামীলিগই হচ্ছি মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দেশপ্রেমিক। কেননা আমাদের আছে ISO, ANSI, ASCII, BSTI (আরও অনেক মূল্যবান সংস্থা) কর্তৃক মুক্তিযুদ্ধ করার সনদ। হতে পারে আপনার বয়স চল্লিশের নীচে তারপরেও আমাদের দলে আসেন তাহলে আপনিও মুক্তিযুদ্ধের এ সম্মানটি অতি সহজেই পেয়ে যাবেন। ভূলে যাবেন না, সময় কিন্তু অল্প অর্থাত্ ক্ষমতায় আছি আর কি যতদিন। এছাড়াও এই প্যাকেজে আপনি আরও পেতে পারেন বিশেষ কোটায় চাকরী ও চিকিত্সার সুযোগ। নিজে এই প্যাকেজ ভোগ করুন অন্যকে এই প্যাকেজ ভোগ করার সুযোগ করে দিন।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন