শাহবাগের ঘটনা সরকারের সাজানো নাটক ! নাটক বন্ধ করুন ?
লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:০৬:৩১ রাত
কাদের মোল্লার ফাসির দাবীদের বামদের যে বিক্ষোভ এটা যে সরকারের সাজানো একটা বিশেষ নাটক প্রদর্শনী তা দেশের সাধারণ বুঝে গেছে। দেশের মিডিয়াগুলি তা ফলাও করে প্রচারও করছে । যুদ্ধাপরাধীর বিচার সবাই চায়;কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ। শাহবাগের এ বিক্ষোভ সরকার বলছে যে এটা কোনো রাজনৈতিক বিক্ষোভ না । আমি বলবো এটা অবশ্যই রাজনৈতিক নাটক । যুদ্ধাপরাধীর সাথে একটি দৈনিক পত্রিকা পোড়ানোর সর্ম্পক কি? খুলনাতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর করা হয়েছে এটার সাথে যুদ্ধাপরাধীর বিচারের সর্ম্পক কি? বামরা বলছে বাংলাদেশে ইসলামী রাজনীতি বন্ধ করে দিতে। ৯০ % মুসলমানের দেশে ইসলামী রাজনীতি বন্ধ করার এতো বড়ো দু:সাহস বামরা কি করে পায়। বাংলাদেশ যতোদিন থাকবে ততোদিন এ দেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধ করার দু:সাহস কেউ দেখাবেন না তাহলে আগুনে পুড়ে নিজেরাই ছারখার হয়ে যাবেন । সুতরাং শাহবাগের নাটক বন্ধ করে নিজেদের ভালো চাইলে ঘরে ফিরে যান । নাচানাচি আর গান বাজনা বেহায়াপনা করে বিচার আদায় করা যায় না । শাহবাগে নাচানাচি করে বামরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান করছে। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সম্মান দিতে জানেনা তারা আবার যুদ্ধাপরাধীর বিচার ও ফাসি তাদের মানায় না। শাহবাগে যুদ্ধাপরাধীর বিচারের নামে বেহায়পনা করে এরা জাতিকে কলংকিত করছে ।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন