পুলিশলীগ বনাম ছাত্রলীগ

লিখেছেন লিখেছেন সরকার বিরোধী ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৫:৫৩ সন্ধ্যা

পুলিশলীগ বনাম ছাত্রলীগ আপনি কাকে বেশী ভোট দিবেন । পুলিশ না ছাত্রলীগ কে বেশী এগিয়ে । সাম্প্রতিক এক জড়িপে দেখা যায় যে, পুলিশলীগ ও ছাত্রলীগ সমান সমান কেউ কারো থেকে পেছিয়ে নেই । দুই লীগই সমান ভোট পেয়েছেন। একদল পোশাকধারী পুলিশলীগ ও অন্যদলটি লেবাজধারী ছাত্রলীগ । দুই দলের কাছেই সমানে সমানে অস্ত্র থাকে । মাঝে মাঝে পুলিশলীগ এদের পোষাক খুলে ছাত্রলীগকে ব্যবহার করতে দেয় এবং তাদের অস্ত্রও সমান তালে ছাত্রলীগ ব্যবহার করছে । ছাত্রলীগ যেমন রাজপথে প্রকাশ্যে দিবালোকে গুলি ছুরে যেমনি পুলিশলীগও প্রকাশ্যে দিবালোকে গুলি ছুরছে । ছাত্রলীগ যেমন প্রকাশ্যে মিছিল মিটিং করছে আর পুলিশলীগ অন্তরালে তাদের সহায়তা করছে । দুই লীগের তান্ডবে দেশের মানুষ আজ খুবই অসহায় হয়ে পড়ছে । পুলিশলীগের সামনেই ছাত্রলীগ বুক উচু করে হাটছে আর হাতে পিস্তল, রান দা,চাপাটি হাতে নির্বিগ্নে ঘুরছে । এই দুই লীগকে প্রতিহত করুন । এতোদিন ছিলো একলীগ এখন হচ্ছে দুই লীগ । পুলিশলীগ বনাম ছাত্রলীগ । একজন পোষাকধারী অন্যজন লেবাজধারী ।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File